Thursday, December 17, 2015

উত্তরা অবরোধ এবং প্রতিরোধঃ এস এম তোফাজ্জল হোসেন


জয় বাংলা , জয় বঙ্গবন্ধু


উত্তরা দক্ষিনখান আজমপুর রেলগেটের পাশে বড় ধরনের ক্ষতি হবার আগেই দক্ষিনখান থানা ও ইউনিয়ন ছাএলীগের নেতাকর্মীরা ধওয়া করলে বিএনপি ও জামাতের অবরোধকারীরা পালিয়ে যায় । সঙ্গে সঙ্গে ঘটনাস্হলে পৌছান উত্তরা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এস , এম তোফাজ্জল হোসেন বীর মুক্তিযোদ্ধা , সাধারন সম্পাদক আলহাজ্ব হাবীব হাসান সহ উত্তরা , উওরখান ,দক্ষিনখান থানা , দক্ষিনখান ইউনিয়নের আওয়ামীলীগ , ছাএলীগ , যুবলীগ ,সেচ্ছাসেবক ও শ্রমিকলীগের নেতৃবৃন্দ ঘটনাস্হলে পৌছান এবং ঘটনাস্হল থেকে হরতাল ও অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল করেন ।

No comments:

Post a Comment